১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর যে কয়টি দেশ স্বাধীনতা অর্জন করেছেন তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এবং ৩০ লক্ষ শহীদের রক্ত বিসর্জনের মাধ্যমে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এল ১৬ ই ডিসেম্বর, ১৯৭১। আমাদের
বিজয়ের দিন…..

পৃথিবীর প্রায় সব স্বাধীন দেশেরই আছে স্বাধীনতা দিবস। কিন্তু বিজয় দিবস নামে বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত এবং বিপুল গৌরবমণ্ডিত দিন সব জাতির ইতিহাসে নেই; সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে স্বাধীনতা ঘোষণার পর সফলভাবে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জনও সব জাতিকে করতে হয়নি। বাঙালি জাতি সেই অনন্য সাধারণ কাজটি করেছে বলেই তাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য ও ব্যঞ্জনা অপরিসীম।

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখে বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
১৯৭২ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ঝাঁক জমকের সাথে বিজয় দিবস উদযাপন করা হয়

মহান বিজয় দিবস
তুমি স্মৃতিতে ভাস্বর ,
প্রেরণা বাঙ্গালীর
তুমি বিজয় ‘৭১
১৬ ই ডিসেম্বর
একটি অঙ্গীকার ,
তুমি হৃদয়ে লেখা নাম
মুক্তিসেনার চরণে লাল সালাম ;
যাদের রক্তের দামে আমরা
এ দেশ পেলাম ।

তুমি ‘ উন্নত শির
ঐ শিখর হিমাদ্রীর ‘
তুমি পতপত উড্ডীন
বিজয় নিশান ,
বুকের গহীনে লাল সবুজ
রঙ তুলির কোমল পরশে
আঁকা স্মৃতিসৌধ ।
তুমি বাংলা গানের সুর
‘সব ভুলে যাই তাও ভুলি না
বাংলা মায়ের কোল ।’

তুমি হৃদয়ে মাটির টান
তুমি লাঙল , তুমি জোয়াল
মাথায় গামছা বক্ষে বহুত জোর
আমি স্বপনে তোমার ডাকে যুদ্ধে নামি
শোষকের বুকে আঘাত হানি
ছিনিয়ে আনি লাল সবুজের রেশ
প্রিয় বাংলাদেশ ।

তুমি বোনের জ্বালা
ভাই হারানো অবিনাশী গান
মায়ের বুকে জ্বলছে আজও
‘৭১-এর শ্মশান ,
এক নদী রক্তের দামে
দিকে দিকে বাজে
আজ বিজয়ের গান
আমার উল্লোসিয়া ওঠে প্রাণ
বাঁধ ভাঙে সব বাঁধার
দূর হয় সব আঁধার ;
সময় এসেছে দৃপ্তপদে
সামনে এগিয়ে যাবার ।

তুমি দীপ্ত তারুণ্যের জয়
মুখরিত কণ্ঠে জয় বাংলার জয়
‘৭১ এর বিজয় ,
তুমি ১৬ ডিসেম্বর
আমি আকাশের বুকে
উড়িয়ে দিলাম সুখের কবুতর
”সারা বিশ্বের বস্ময়
তুমি আমার অহংকার ।”

তুমি অগুনতি ত্যাগ ;
তবু প্রাপ্তি অফুরান ।
তুমি শোষণ ছেঁড়া বাঁধন হারা প্রাণ
তুমি শাশ্বত , অমলিন , শিখা অনির্বাণ ।

বাংলাদেশকে বিজয়ের গৌরব এনে দিয়েছেন যে সকল শহীদ মুক্তিযোদ্ধা, মুক্তি সংগ্রামী ও মুক্তিপ্রান মানুষ তাদের আত্নত্যাগ আমরা কোনদিন ভুলব না…..
যাদের আত্নত্যাগের বিনিময়ে এ বিজয় তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
তোমাদের রক্তের লাল বুকে ধারন করে নিয়ে চলেছি বাংলাদেশের পতাকা নতুন থেকে নতুনতর উচ্চতায়….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *