UI/UX ডিজাইন কি এবং কেন শিখবেন?UI/UX বলতে কি বুঝায়?

UI/UX ডিজাইন

আপনি কি UI/UX ডিজাইনের মতো কোন চ্যালেঞ্জিং পেশায় নিজের ক্যারিয়ার গঠনের কথা ভাবছেন? বর্তমান যুগের অন্যতম চাহিদা-সম্পন্ন বিষয় হিসেবে UI/UX ডিজাইনের আত্মপ্রকাশ, যেখানে আপনি দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে পারেন। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। যেখানে প্রযুক্তির উপর ভর করে গোটা বিশ্ব এগিয়ে চলেছে সেখানে আমরাও সেই তালে প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দিকে পা বাড়াচ্ছি। ব্যাপারটি আশ্চর্যজনক হলেও সত্য যে, এই সম্ভাবনার খাতটির উপর ভর করে নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠেছে। আর তাই ডিজিটাল এই যুগে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে স্কিল অর্জন করার বিকল্প নেই।
বর্তমান সময়ে ক্যারিয়ার হিসেবে একজন ডিজাইনারের এডুকেশন, বিজনেস, স্পোর্টস, ফ্রিল্যান্সিং সকল ক্ষেত্রে বেশ চাহিদা বেড়েছে। তাই আপনি যদি সম্ভাবনাময় এই সেক্টরে নিজের ক্যারিয়ার গঠন করার কথা ভাবছেন তাহলে বর্তমান যুগের অন্যতম চাহিদা হিসেবে একজন UI/UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। তাই UI/UX এর এ টু জেড নিয়ে বিস্তারিত থাকছে আজকের আলোচনায়।

  • UI বলতে কি বুঝায়?
    UI এর পূর্ণরূপ হল User Interface। বিভিন্ন ওয়েবসাইট, এপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই UI ডিজাইন হিসেবে পরিচিত। অর্থাৎ কোন এপ্লিকেশন কিংবা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে  স্বচক্ষে যে ইন্টারফেস আমরা দেখতে পাই সেটাই UI দ্বারা সম্পন্ন হয়। এমনকি বর্তমানে আপনি যে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে যখন এই ব্লগটি পড়ছেন সে ব্লগটি পড়ার ক্ষেত্রে যে ইন্টারফেস দেখা যাচ্ছে যে ওয়েবপেইজের ইন্টারফেসটিও UI/UX দ্বারা ডিজাইন-কৃত। অর্থাৎ একজন ইউজারকে তার ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধির লক্ষ্যে উন্নত পরিসেবা প্রদান করায় এর মূল উদ্দেশ্য।
    যারা এই পেশায় কর্মরত আছেন কিংবা যুক্ত আছেন তাদের প্রতিদিন বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গ্রাহকদের গ্রাহক কথা চিন্তা করে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করার কাজটি কিন্তু মোটেও সহজ নয়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক ঠিক কোন মোবাইল ফোনের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি তা নিয়ে  একটি বিশেষ গবেষণা করেন। গবেষণায় তাদের এ্যাপল এবং স্যামসাংয়ের মধ্যে ঠিক  কোন মোবাইল ফোনটি ইউজার ফ্রেন্ডলি তা পর্যালোচনার জন্য বলা হয়। সেখানে বেশিরভাগ অংশগ্রহণকারীদের মতে তাদের কাছে বেশ পছন্দের একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হিসেবে এ্যাপল ভোটে জয়ী হয়। হয়তো এজন্যই বিশ্বব্যাপী মোবাইল ফোন ইউজারদের কাছে এ্যাপল এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে।
  • UX এর পূর্ণরূপ কি?
    UX এর পূর্ণরুপ হল ইউজার এক্সপেরিয়েন্স। যেকোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় UX ডিজাইনকে। এই শব্দটি সর্ব প্রথম হিসেবে বিবেচনা করেন ডন নরম্যান। মূলত এটি হচ্ছে এমন একটি ক্ষেত্র যে ক্ষেত্রে কোন বিষয় কিংবা অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়। তা কখনো একটি ওয়েবসাইটের ক্ষেত্রেই হোক, একটি সুপার-সপের ক্ষেত্রে হোক কিংবা কোন কফি শপের ডিজাইনের  ক্ষেত্রেই হোক না কেন। মূলত এই পুরো প্রক্রিয়াটি একটি ব্যবসা এবং ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য পরিসেবার পুরো প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনার কথা গণ্য করা হয়। তাই একজন UX ডিজাইনার একজন ব্যবহারকারীর প্রয়োজনীয়তার কথা অনুভব করে তাদের কাঙ্ক্ষিত কাজগুলো সহজবোধ্য করে তোলার লক্ষ্যে কাজ করে।
    অর্থাৎ একজন UX ডিজাইনারদের মূল উদ্দেশ্য হল গ্রাহকদের জন্য উন্নত, দক্ষ এবং ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স ক্রিয়েট করার লক্ষ্যে কাজ করা।
  • UI/UX কেন শিখবেন?
    বর্তমান সময়ে বেশ চাহিদা-সম্পন্ন বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে UI এবং UX ডিজাইন। এই সেক্টরে একজন দক্ষ ডিজাইনার হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে আপনি বাইরের দেশেও নিজের কাজের পরিধি বিস্তৃত করতে পারবেন। সময়ের সাথে ডিজিটাল মাধ্যমের উপর গ্রাহকদের নির্ভরতা বেড়েছে। এখন আর কোন গ্রাহক কোন দোকানে গিয়ে কেনাকাটা করে না। বরং ঘরে বসেই নিজের পছন্দের জিনিসটি কেনাকাটা করছে। ফলে ব্যবসা খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আর এই জন্য  ডিজিটাল মাধ্যমের উপর মানুষের  এই নির্ভরতার জায়গা থেকে এই সেক্টরে মানুষ তার ক্যারিয়ার গঠনের চাহিদা বেড়েছে।
    আপনি যদি একজন UI এবং UX ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি গড়ে ৩৭,০০০ টাকা থেকে শুরু করে ১,৮০,০০০ টাকা  আয় করতে পারবেন। এছাড়াও মার্কেট-প্লেসে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করলে এই সংখ্যাটা আরও দ্বিগুণ হতে পারে। বর্তমান সময়ে ব্যবসায় থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, ই-কমার্স সেক্টর থেকে শুরু করে কোম্পানির ওয়েবসাইট একজন দক্ষ UI এবং UX ডিজাইনারদের উপর নির্ভরশীল। সম্পূর্ণরূপে একজন দক্ষ ডিজাইনার হিসেবে পুরো  ডিজিটাল মিডিয়া বর্তমানে বেশ একজন দক্ষ UI এবং UX ডিজাইনারের কদর বেড়েছে। দিনে দিনে এই খাত আরও সমৃদ্ধ হচ্ছে। তাই ক্রমবর্ধমান চাহিদা-সম্পন্ন এই সেক্টরে ক্যারিয়ার গঠন করলে আপনাকে চাকরি খুঁজতে হবে না বরং চাকরি আপনাকে খুঁজে নিবে। তাই প্রতিযোগিতার এই যুগে চাহিদা-সম্পন্ন কোন বিষয়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে  একজন দক্ষ UI এবং UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠনর বিকল্প নেই।
  • UI/UX এর মধ্য পার্থক্য:
    আমাদের মধ্যে অনেকেই UI/UX এ দুটি বিষয়কে একই ভেবে ভুল করে। তবে এই দুটি বিষয় মোটেও এক রকম নয়। এই দুটি বিষয়ের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক UI/UX এর মধ্যে ঠিক কি ধরণের পার্থক্য বিদ্যমান রয়েছে-
    UI এর পূর্ণরূপ হল User interface। অন্যদিকে UX এর পূর্ণরূপ হল User Experience।
    UI ডিজাইনাররা একজন গ্রাহকদের জন্য যেকোনো এপ্লিকেশন, ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরির লক্ষ্যে কাজ করে। আবার অন্যদিকে UX ডিজাইনার একজন ইউজারের প্রদত্ত ইন্টারফেসের জন্য গ্রাহকদের এক্সপেরিয়েন্সকে প্রাধান্য দিয়ে তা ইউজার ফ্রেন্ডলি করার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যায়।
    গ্রাহকদের কথা মাথায় রেখে UI ডিজাইনাররা ব্যবহার-বহুল, স্মুথলি এবং কাস্টমার ডিমান্ডের উপর ভিত্তি করে ইউজার ইন্টারফেস তৈরির লক্ষ্য কাজ করে। কিন্তু একজন UX ডিজাইনার একজন ইউজার এর সমস্যার উপর ভিত্তি করে কাজ করে।
    UI একটি ডিজাইন ইন্টারফেস তৈরির লক্ষ্যে কাজ করে। অন্যদিকে একজন UX ডিজাইনার ইউজার ইন্টারফেস  লেভেলের উপর ভিত্তি করে কাজ সম্পন্ন করে।
    UI এর মাধ্যমে ডিজিটাল ইন্টারফেস ডিজিটাল পণ্য এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরির লক্ষ্যে কাজ করা হয়। কিন্তু UX কোন ধরণের পণ্য, সেবা, কিংবা গ্রাহকদের এক্সপেরিয়েন্স এবং ফিডব্যাকের মাধ্যমে তৈরি করা হয়
  • কেন UI বা UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করা উচিত?
    বর্তমান সময়ে আধুনিকতার ছাপ পড়েছে প্রতিটি ক্ষেত্রে। এখন তাই প্রথাগত চাকরিকে প্রাধান্য না দিয়ে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে সকলেই ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে। তবে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যুগের চাহিদা,পেশাটির গ্রহণযোগ্যতা এবং ১০ বছর পর এর চাহিদা থাকবে কিনা এই সকল বিষয়সমূহকে প্রাধান্য দিয়ে ক্যারিয়ার বেছে নিতে হবে। বর্তমানে ডিজিটাল এই যুগে UI এবং UX এর চাহিদা বেড়েছে। তাই কেন আপনি একজন UI UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করবেন চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
    i. চ্যালেঞ্জিং প্রফেশন
    অন্যান্য প্রফেশনের তুলনায় একজন UI/UX ডিজাইনারের প্রফেশন বেশ চ্যালেঞ্জিং। এই সেক্টরে আপনাকে গৎবাঁধা কাজ করতে হয় না। বরং প্রতিনিয়ত চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সেক্টরে এগিয়ে যেতে হয়। এই সেক্টরে শুধুমাত্র এক কেন্দ্রিক নয় বরং প্রতিনিয়ত নানান ধরণের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে নতুন নতুন কাজ তুলে ধরতে হয়। তাই প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইলে এবং পাশাপাশি কোন চ্যালেঞ্জিং পেশায় ক্যারিয়ার গঠনের মাধ্যমে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবে চাইলে এই সেক্টরে ক্যারিয়ার গঠনের কোন ধরণের বিকল্প নেই।
    ii. UI/UX ডিজাইনারের ফ্রিল্যান্স ইনকাম 
    আধুনিকতার মননে ফ্রিল্যান্সিং একটি  জনপ্রিয় পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিন দিন সময়ের সাথে পাল্লা দিয়ে এর পরিধি বেড়েছে। আপনি যদি একজন UI/UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করতে চান সেক্ষেত্রে আপনি  কোন কোম্পানিটি অধীনে চাকরির পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে। আপনার যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখতে আপনি ফ্রিল্যান্স মার্কেট-প্লেস যেমন -Freelancer, People Per Hour, Fiverr, UpWork ইত্যাদি মার্কেট-প্লেসে সমান-তালে কাজ করতে পারবেন। একজন দক্ষ ডিজাইনার হিসেবে এই সেক্টরে পেশাটির বেশ চাহিদা রয়েছে। তাই আপনি যদি নিজের ক্যারিয়ারকে ব্যাপক পরিসরে সাজিয়ে তুলতে চান তাহলে আপনি একজন দক্ষ UI/UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে ফ্রি-ল্যান্স মার্কেট-প্লেস হতে পারে আপনার জন্য সঠিক সমাধান।
    iii. প্যাসিভ ইনকাম 
    আপনি যদি নিজেকে একজন দক্ষ UI/UX ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্যাসিভ ইনকাম করেও এই সেক্টরে ভালো মানের অর্থ আয় করতে পারবেন। বর্তমানে প্রোডাক্ট ডিজাইনার এর চাহিদা পূর্বের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। Themeforest এর মত জনপ্রিয় সাইটের মধ্যে প্রতিনিয়ত নতুন UI/UX ডিজাইনারগণ প্রোডাক্ট ডিজাইন ফাইল আপলোড দিচ্ছে। সেখান থেকে নিজের তৈরিকৃত ডিজাইন সেল করে বেশ  ভালোমানের অর্থ আয় করছে।   তাই আপনি যদি একজন দক্ষ UI /UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে আপনি প্যাসিভ ইনকাম করেও ভালোমানের অর্থ আয় করতে পারবেন।
  • UI/UX ডিজাইনার হিসেবে রিমোট জবে ক্যারিয়ার
    বর্তমান সময়ে মানুষের কাজের ধারায় বেশ পরিবর্তন এসেছে। এখন মানুষ শুধুমাত্র দেশে বসে দেশের কাজ করছে তা কিন্তু নয়। বরং দেশে বসেই দেশের বাইরে কাজ করে বিদেশী মুদ্রা আয় করতে পারছে। তাই আপনি যদি UI/UX ডিজাইনার হিসেবে এক্সপার্ট হন আপনি দেশের পাশাপাশি সমানতালে বিদেশী ক্লায়েন্টদের কাজ সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ আয় করতে পারবেন। তবে রিমোট জব করতে হলে আপনাকে অবশ্যই আপনার পূর্বের কাজের পোর্টফলিও সংযুক্ত করে দিতে হবে। তাই আপনি আপনার পূর্বের কাজ সমূহ Behance, Dribeel portfoli, Case Study তে পূর্বের কাজের পোর্টফলিও যুক্ত করুন। তাহলে আপনার বায়ার আপনার পূর্বের কাজের উপর অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে আপনাকে রিমোট জবের জন্য সিলেক্ট করতে সুবিধা হবে। আপনি linkedin, indeed সহ বিভিন্ন ধরণের প্লাটফর্মে আপনি রিমোট জব পেয়ে যাবেন।
  • UI ডিজাইনে ক্যারিয়ার গঠনে কত স্যালারী প্রয়োজন?
    স্যালারি  বর্তমান সময় UI/UX বেশ চাহিদা-সম্পন্ন একটি সেক্টর। দিন দিন নানান সেক্টরে সময়ের সাথে পাল্লা দিয়ে এর পরিধি বেড়েছে। তাই আপনি যদি ডিমান্ডেবল  এই সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান সেক্ষেত্রে একজন একজন UI/UX হিসেবে ক্যারিয়ার গঠনের কোন ধরণের বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন UI/UX ডিজাইনারের স্যালারি কিছুটা কম হলেও বিশ্বের নানান দেশের এই সেক্টরের স্যালারি প্রায় দ্বিগুণ। আপনি লিঙ্কডিন এর মতো জনপ্রিয় জব পোর্টাল সাইটে সার্চ করেন তাহলে একজন UI /UX কি পরিমাণ অর্থ আয় করছে তা খুব সহজে দেখতে পাবেন। সম্পর্কিত ভিয়েতনামের একটি সার্কুলার দেখা গেছে যে একজন দক্ষ UI/UX ডিজাইনাদের জন্য তারা মাসিক ১৫০০ হাজার ডলার সংগ্রহ করছে। বাংলাদেশী টাকায় যা প্রায় ১.২৭.৫০০ টাকা। তাই আপনি যদি আর্থিক সচ্ছলতার পাশাপাশি যুগের চাহিদা-বহুল কোন সেক্টরে ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আজই UI/UX হিসেবে ক্যারিয়ার গঠন করুন।

What is Skills/ স্কিল কি?   

Green School BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *