What are skills? How can we improve our skills? How important are skills in our lives? How can skills be improved?

improve our skills

What is Skills/ স্কিল কি?

যেকোনোকাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের জ্ঞানযোগ্যতা এবং সক্ষমতা থাকতে হয়। এই গুণগুলোই দক্ষতা/Skills হিসাবে পরিচিত। এই গুন গুলো আপনার মধ্যে পরিপূর্ণ ভবে না থাকলে আপনি কোন কাজই সফলভাবে সম্পন্ন করতে পারবেন না। আমাদের প্রত্যেককে কোনো না কোনো একটি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে হয়। তবে স্কিল ডেভেলপমেন্ট (skills development) এর মাধ্যমে আপনার দক্ষতা গুলোকে উন্নত করা(improve our skills) যায়।

সংক্ষেপে Skills হলো কোনো কাজ কাজ সম্পন্ন করার দক্ষতা বা যোগ্যতাকে বুঝায়।

কিভাবে আমাদের Skills/দক্ষতাকে বাড়াতে পারি?

দক্ষতা এমন একটি জিনিস যা কোনো কাজ সম্পাদন করার মাধ্যমে অর্জন করতে হয় অথবা অধ্যয়ন বা পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করে ধারণা নিতে হয়। দক্ষতা এবং ক্ষমতাকে কাজের বাস্তব অভিজ্ঞতা বা প্রাক্টিসের মাধ্যমে বিকশিত করা যায়।

স্কিল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ

স্কিল আসলে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ধারণা পেয়েছেন তারপর আবারও বলে রাখি আসলে স্কিল শুন্য মানুষ হয়না। আমাদের মধ্যে কেউ কেউ ভালো গান গাইতে পারি কেউ ভালো লেখালেখি করতে পারি, কারো বা টেকনিক্যাল নলেজ বেশি এই সব গুলোই মূলত স্কিল। তবে এই স্কিল গুলোকে আরও পড়াশোনা আর প্রাক্টিসের মাধ্যমে উন্নত করা যায়। তখন আমাদের কর্ম দক্ষতা বহু গুণে বেড়ে যায় এবং সব জায়গায় আমাদের কাজের চাহিদা বৃদ্ধি পায়। আরও পড়াশোনা আর প্রাক্টিসের মাধ্যমে উন্নত করা যায়। তখন আমাদের কর্ম দক্ষতা বহু গুণে বেড়ে যায় এবং সব জায়গায় আমাদের কাজের চাহিদা বৃদ্ধি পায়।

Skills/দক্ষতাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়।

ব্যক্তি জীবনে একজন মানুষের সাধারণত যে স্কিল গুলো থাকা দরকার সেগুলো নীচে দেওয়া হল:

  • কাজের দক্ষতা (Job skills)
  • নেতৃত্বের দক্ষতা (Leadership skills)
  • সাংগঠনিক দক্ষতা (Organizational skills)
  • জীবন দক্ষতা (Life skills)
  • কাজের দক্ষতা (Job skills)

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন সব দক্ষ প্রার্থীদের সন্ধান করেন বা বেছে নেন যারা কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারেন এবং যেন তার দায়িত্বগুলো সঠিকভাবে পালনা করতে পারেন। 

কাজের দক্ষতার শ্রেণী বিভাগ গুলো হলোঃ

  1. নেতৃত্বের দক্ষতা
  2. সাংগঠনিক দক্ষতা
  3. জীবন দক্ষতা

কি ভাবে দক্ষতা উন্নত করা যায়?

আপনার দক্ষতার উন্নতি আপনার পেশাগত এবং ব্যক্তিগত উভয় জীবনেই অসাধারণ সুবিধা প্রদান করে। আপনার দক্ষতার উন্নতি আরও ভালো কাজের সুযোগ করে দিতে পারে। আপনার দক্ষতা উন্নত করার জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন:

  1. আপনি যে দক্ষতাগুলি উন্নত করতে চান তার একটি তালিকা তৈরি করুন৷
  2. সৎ লক্ষ্য এবং মাইল ফলক সেট করুন
  3. একজন প্রশিক্ষক বা পরামর্শদাতার পরামর্শ নিন।
  4. দক্ষতা উন্নত করার জন্য একটি পরিকল্পনা করুন
  5. আপনার অগ্রগতি নিরীক্ষণ।

পরোক্ত বিষয় গুলো একজন মানুষের ব্যক্তি জীবনকে উন্নত করতে বা ব্যক্তি জীবনকে পরিচালিত করতে কাজে লাগে। কিন্তু আপনাকে উপরোক্ত বিষয় গুলোর পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে হলে আপনার যে স্কিল গুলো থাকা দরকার তা নিচে উল্লেখ করা হলো :

৫টি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং স্কিল হলো

  1.  গ্রাফিক্স ডিজাইন (Graphic Design)
  2.  ওয়েব ডেভলপমেন্ট (Web Development)
  3. ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
  4.  আর্টিকেল রাইটিং (Article writing)
  5. সার্চ ইঞ্জিন ওপটিমাইজেশন (SEO)

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে এরকম যেকোনো এক বা একাধিক বিষয়ের ওপর স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে।

কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে এবং প্রচুর কাজ প্রাক্টিস করে নিজের স্কিল/দক্ষতা অর্জন করার পর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আমাদের পেইজগ্রিন স্কুল বিডিথেকে। 

Other important topics: Ways to relieve work stress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *